23.3 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতঅপহরনআগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরন। অপহরণকারীরা গ্রেফতার, আপহৃতা উদ্ধার।

আগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরন। অপহরণকারীরা গ্রেফতার, আপহৃতা উদ্ধার।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহরন। অপহৃতার পিতা তিন অপহরনকারির বিরুদ্ধে থানায় মামলা করলে অপহারন কারিদের মঙ্গলবার গ্রেফতার করে বরিশাল আদালতে হাজির করা হলে আদলতের নিদের্শ তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে। আপহৃতাকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
স্থানীয় ও মামলা সূত্রের বরাদ দিয়ে আগৈলঝাড়া থানার ওসি তদন্ত মোঃ মাজহারুল ইসলাম সাংবাদিক দের জানান
আগৈলঝাড়া উপজেলার পার্শবর্তী গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও মাহিলাড়া গ্রামের মোঃ মিলন সিকদারে মেয়ে মোসাঃ মুনিয়া আক্তার নৌরিন (১৩) কে উজিরপুর উপজেলার কালিহাতি গ্রামের ফারুক হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার(২১), শাহজাহান সেরনিয়াবাতের ছেলে মহারাজ সেরনিয়াবাত(১৯) ও হাবিবুর রহমান মুন্সীর ছেলে রাকিব মুন্সী (২০) গত ১৯ এপ্রিল দুপুরে আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রীর বাইপাস তিনরাস্তার মোড় থেকে অপনহরন করে নিয়ে যায়। অপহৃতা স্কুলছাত্রীর পিতা মোঃ মিলন সিকদার বাদী হয়ে গতকাল (২০ এপ্রিল) তিন অপহরণ কারিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের কারে। মামলা নং ১০। এব্যপারে অপহৃতা স্কুলছাত্রী .মুনিয়া আক্তার নৌরিন বলেন, আমি রাস্তাদিয়েহেটে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ আসিফ হাওলাদার পিছন থেকে আমার মুখচেপে ধরে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোঃ মনিরুজ্জামান জানান স্কুলছাত্রীর পিতা মিলন সিকদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) ধারায় একটি মামলা দায়ের করে। আমরা মামলার আসামি আসিফ হাওলাদার, মহারাজ সেরনিয়াবাত ও রাকিব মুন্সীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করেছি। আদালতের নিদের্শে আসামিদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। অপহৃতাকে উদ্ধার করে জবানবন্দির জন্য বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

Most Popular

Recent Comments