14.8 C
Bangladesh
Thursday, January 2, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতআগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার।

আগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার।

এম এম শফিকুল ইসলাম-স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের আলতাফ খানের ছেলে পুলিশের মাদক মামলার ওয়ারেন্টুক্ত পলাতক আসামী বাশার খান ওরফে বশিরকে মঙ্গলবার রাতে এসআই আব্বাস নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। সে জিআর ৬৪/২০ নং মাদক মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামী। অন্যদিকে উপজেলার ফুল্লশ্রী গ্রামের গ্রামের আ.রশিদ মল্লিকের ছেলে জিআর মামলার ওয়ারেন্টুক্ত পলাতক আসামী তুষার মল্লিককে মঙ্গলবার রাতে এএসআই মাহাবুব নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। সে জিআর ৫৫/২০ নং মাদক মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত দুইজনকে আজ বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

Most Popular

Recent Comments