21.3 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠক্রিকেটইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান দল

ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান দল

কাল রবিবারই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যাবেন পাক ক্রিকেটাররা। তবে, প্রাথমিকভাবে জানা গিয়েছে যে দশজন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁরা এই সিরিজের জন্য উড়ে যাচ্ছেন না।পাকিস্তানের ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকেটার, কোচিং স্টাফের ক’রোনা টেস্টে ১০ জন ক্রিকেটার পজিটিভি প্রামাণিত হয়েছে। কিন্তু সেসব উপেক্ষা করেই ইংল্যান্ডে সিরিজ খেলতে যাচ্ছে পাক দল।

রবিবার ইংল্যান্ডের ফ্লাইট ধরার কথা পাকিস্তান টিমের। আগস্টে বিশ্বজয়ী দলের বিরুদ্ধে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির ম্যাচের সিরিজ খেলবে তাঁরা। তবে সেই সিরিজের চূড়ান্ত সূচি এখনও ঘোষিত হয়নি।শুক্রবার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, সঠিক সময়ে এই সিরিজের সূচি ঘোষণা করা হবে। তার আগে রবিবারই ইংল্যান্ডের মাটিতে পা রাখবে পাক দল।

“ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে, পাকিস্তান ছেলেদের দল ২৮ জুন যুক্তরাজ্যে এসে পৌঁছাবে এই গ্রীষ্মে ইংল্যান্ড সফরের জন্য, যে সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি থাকবে। দর্শকশূন্য মাঠের এই সিরিজের সূচি যথা সময়ে প্রকাশ করা হবে”- বিবৃতিতে জানিয়েছে ইসিবি।

এখানেও আছে কিন্তু, নিয়ম অনুযায়ী দলের সব সদস্য, সাপোর্ট স্টাফ, এবং কোচিং স্টাফের ক’রোনা পরীক্ষা করা হবে। এদের মধ্যে কেউ আ’ক্রান্ত হলে তাঁকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ, কেবল যে সমস্ত ক্রিকেটারদের প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে, তাঁদেরও ফের করোনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে ইসিবির তরফে।

ইংল্যান্ড গিয়ে উস্টারের নিউ রোডে ১৪ দিনের আইসোলেশনে থাকবেন পাকিস্তান স্কোয়াডের সদস্যরা। এরপর ১৩ জুলাই থেকে ডার্বিশায়ারের কাউন্টি গ্রাউন্ডে প্রস্তুতি শুরু করবেন তারা। প্রথম টেস্টের আগে নিজেদের মাঝে দুটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান, অন্য সময় হলে যে ম্যাচ হতো ইংল্যান্ডের স্থানীয় দলের।

Most Popular

Recent Comments