23.3 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeজাতীয়ইয়াকুবপুরে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইয়াকুবপুরে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে সরকারের সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন ও অবহিত করন সভা করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।

রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণ বিষয়ে ইউএনও নিবেদিতা চাকমা সরকারের সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধা ও সরকারের উদ্দেশ্য লক্ষ্য তোলে ধরেন। তিনি সবাইকে সরকারের এ পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানান।
ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা দিলীপ চন্দ্র সাহা, অত্র ইউনিয়ন পরিষদের সচিব শামসুল হুদা, ইউপি সদস্য মোঃ রমজান আলী, জয়নাল আবেদীন, মিজানুর রহমান, মর্তুজা, শাহিনুর বেগমসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অত্র ইউনিয়নের নারী পুরুষসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

শেষে ইয়াকুবপুর ইউনিয়নপরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন কার্ড তুলে দেন ইউএনও।

Most Popular

Recent Comments