24.8 C
Bangladesh
Friday, January 3, 2025
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসকক্সবাজারের ৩ রেড জোনে ১১ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা।

কক্সবাজারের ৩ রেড জোনে ১১ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণের ওপর ভিত্তি করে কক্সবাজারের বেশ কয়েকটি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। এবার কক্সবাজারের তিন রেড জোনে ১১ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রেড জোনের মধ্যে রয়েছে- কক্সবাজার পৌরসভা; টেকনাফ পৌরসভা; উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড, রত্নাপালং ইউনিয়নের কোটবাজার, পালংখালী ইউনিয়নের বালুখালী ও থাইংখালী বাজার।

আদেশে বলা হয়, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ছুটি প্রযোজ্য হবে। তবে জরুরি পরিষেবা ছুটির আওতায় থাকবে না।

করোনায় আক্রান্তের দিক দিয়ে দেশে চতুর্থ অবস্থানে রয়েছে কক্সবাজার। ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের পরই কক্সবাজার জেলার অবস্থান।

Most Popular

Recent Comments