16.7 C
Bangladesh
Thursday, January 2, 2025
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসক’রোনার আর কোন উপসর্গই মাশরাফির শরীরে নেই

ক’রোনার আর কোন উপসর্গই মাশরাফির শরীরে নেই

ক’রোনা পজিটিভ প্রমানিত হবার ৭ দিন পর তার শরীরে ক’রোনার তেমন কোন উপসর্গ নেই বলে নিশ্চিত করেছে মাশরাফির পারিবারিক একটি বিশ্বস্ত সূত্র।ঠিক এক সপ্তাহ আগে হঠাৎ খবর, ক’রোনা টেস্টে পজিটিভ হন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক ও বর্তমান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

সূত্রটির দেওয়া তথ্যমতে,জ্বর, কাশিসহ অন্যান্য উপসর্গের কোনো কিছুই তার শরীরে নেই এখন। তবে খাবারের রুচি কিছুটা কমেছে। কিন্তু ভালো খবর হলো তিনি খেতে পারছেন।লাল-সবুজের ক্রিকেটের কিংবদন্তি এই অধিনায়কের শরীরের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো।

এ ব্যাপারে অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা ডট নেটকে সূত্রটি জানিয়েছে, ‘মাশরাফি এখন ভালো আছে। কোনো সমস্যা নেই। তবে খাওয়ায় রুচি নেই কিন্তু খাওয়া-দাওয়া করতে পারছে। জ্বর কাশি বা অন্যান্য উপসর্গ নেই।’

তিন-চারদিন শরীরে ঠান্ডা জ্বরের উপস্থিতি দেখে ১৯ জুন (সুপ্রভাত) করোনা পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে নমুনা দিয়ে এসেছিলেন মাশরাফি। তার পরদিন অর্থাৎ শনিবার জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

Most Popular

Recent Comments