16.7 C
Bangladesh
Thursday, January 2, 2025
spot_imgspot_img
Homeসংবর্ধনাকুটুমের পক্ষ থেকে কুয়াকাটা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা।

কুটুমের পক্ষ থেকে কুয়াকাটা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা।

নিজস্ব প্রতিবেদক:

কুয়াকাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ এর নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) । মঙ্গলবার(১৪/০৭/২০) সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক কাজী সাঈদ, সিনিয়ার সহ সভাপতি মোঃ কুদ্দুস মাহমুদ, খান এ রাজ্জাক, জাহিদ হাসান বেলাল, হোসাইন আমির, জহিরুল ইসলাম মিরন, প্রভাষক সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তোপু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম।

কুুটুমের পক্ষ থেকে উপস্থিত ছিলে সংগঠনটির সাধারন সম্পাদাক মোঃ মজিবুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক জাকারিয়া জাহিদ, অর্থ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল প্রমুখ।

এসময় কাউন্সিল তোফায়েল আহম্মেদ বলেন- কুয়াকাটা আজ বিশ্বের মাঝে পরিচিত হওয়া এবং কুয়াকাটা উন্নয়নের ব্যাপারে প্রেস ক্লাবের অবদান অনসিকার্য। তাই এ ধারাবাহিকতা অব্যহত রাখা এবং কুয়াকাটাকে আরো সুন্দর ভাবে বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য আহ্বান করেন।

উল্ল্যেখ্য, গত শনিবার প্রত্যক্ষ ভোটে নাসির উদ্দিন বিপ্লব (দৈনিক যুগান্তর) সভাপতি ও কাজী সাঈদ (সংবাদ)সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে কুদ্দুস মাহমুদ (খবরপত্র)সহ- সভাপতি শেখ এসাহাক আলী (দক্ষিনের কন্ঠ) নির্বাচিত হয়েছে। যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন(বাংলাভিশন), অর্থ সম্পাদক হোসাইন আমিন (বিজয় টিভি)।

Most Popular

Recent Comments