26.8 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeমাছকুয়াকাটায় জেলের জালে ধরা পরলো ১৪ কেজির পোয়া মাছ।

কুয়াকাটায় জেলের জালে ধরা পরলো ১৪ কেজির পোয়া মাছ।

নিজস্ব প্রতিবেদক:
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ১৪ কেজি ওজনের এক সামুদ্রিক লম্বু পোয়ার। যা তিনি বিক্রি করেন প্রায় ১০ হাজার টাকায়। মো. ইলিয়াস মাঝি নামের এক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে মঙ্গলবার ( ৫ নভেম্বর ) রাতে জালে আটকা পরে মাছটি।

জানা যায়, জেলে ইলিয়াস মাঝি উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মুলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী ফিসের আড়তে উঠালে নিলাম ডাকে আলা-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

মাছটি পাওয়া জেলে মো. ইলিয়াস মাঝি বলেন, ২২ দিনের অবরোধ কাটিয়ে আমরা সমুদ্রে মাছ ধরতে গেলে। লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। মাছটি পেয়ে সাথে সাথে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছটির নাম লম্বু পোয়া।বছরের দুইবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারনে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাশ, পোয়া, কোড়ালসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

Most Popular

Recent Comments