21.3 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeমানবতাকুয়াকাটায় শীতার্তদের পাশে নবনির্বাচিত মেয়র।

কুয়াকাটায় শীতার্তদের পাশে নবনির্বাচিত মেয়র।


হোসাইন আমির, কুয়াকাটা প্রতিনিধিঃ সাগর কন্যা কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার শপথ গ্রহণ আগেই ৪ হাজার ৫ শ কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাড়ীয়েছেন। আজ সকাল ৯ টায় ১ নং ওয়ার্ড থেকে কম্বল বিতরনের মধ্যে দিয়ে তিন দিনের কর্মসূচী গ্রহন করেন। ১-২-৩ নং ওয়ার্ডে ১২ শ কম্বল অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ আজ বিকালে শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব সম্পাদক কাজী সাঈদ, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ বারী আজাদ, পৌরসভার নবনির্বাচিত কাউন্সির বৃন্দ। কম্বল পাওয়া আঃ ছালাম (৬০) বলেন, মেয়র যখন হয়নি তখনও আমরা কম্বল শাড়ী লুঙ্গী কোরবানি সময় মাংস দিয়ে সাহায্য করতেন। আল্লাহর ইচ্ছায় আগামীদিন গুলি ভাল যাবে মনে হচ্ছে। ৩ নং ওয়ার্রডের চান বরু ( ৭০) বলেন, মোগ নতুন মেয়রে শীতের জন্য যে কম্বল দেছে দোয়া হরি হের ফিন্নে আগেও মোরা পাইল্লাম।

Most Popular

Recent Comments