17.9 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
HomeUncategorizedকোলের শিশুর জন্য হলেও বাঁচতে চান বি এম কলেজের শিক্ষার্থী সুমাইয়া।

কোলের শিশুর জন্য হলেও বাঁচতে চান বি এম কলেজের শিক্ষার্থী সুমাইয়া।

জুনায়েদ, বি এম কলেজ প্রতিনিধি:-

সদ্য বি এম কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ( সেশন ২০১৫-১৬)থেকে মাস্টার্স কমপ্লিট করে বের হওয়া মেধাবী ছাত্রী সুমাইয়া সুলতানা ‘papillary carcinoma (thyroid cancer)নামক জটিল রোগে আক্রান্ত । চিকিৎসা বিজ্ঞানে যা এক ধরনের থাইরয়েড ক্যান্সার ।ঢাকার শের ই বাংলা নগরীর সুনামধন্য “দি ইএনটি এন্ড হেড নেক – ক্যান্সার হাসপাতাল এন্ড ইনস্টিটিউট থেকে ডাক্তার মোঃ আসাদুজ্জামান রাসেল ( এফসিপিএস, সিনিয়র কনসলট্যান্ট) জানিয়েছেন, রোগীর শরীরের অনেক অংশে ক্যান্সারের জীবানু পাওয়া গেছে , অবস্থা আশঙ্কাজনক যত দ্রুত সম্ভব তাকে থেরাপি দিতে হবে।বর্তমানে সেকেন্ড স্টেজে আছে।তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার জানিয়েছেন, সুমাইয়া সুলতানার যথাযথ চিকিৎসার জন্য ভারতের মুম্বাই শহরের “মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে নিতে হবে। ধারণা মতে, এতে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকা ব্যায় হতে পারে বা টাকার পরিমাণ আরও বাড়তে পারে।সুমাইয়া সুলতানার বাবা শামসুল হক খান একজন কৃষক ,তার স্বামী রিয়াদুল ইসলাম , রেনেটা লিমিটেড কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে জব করেন। স্বামী রিয়াদুল ইসলাম ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার স্ত্রীর প্রায় এক বছর আগে থেকেই এই রোগ লক্ষ করা যায়। তবে গত ২৫-০৩-২০২৩ থেকে এই রোগের ট্রিটমেন্ট করিয়ে আসছি, গলার ভিতরে ঘা হওয়ায় কিছু দিন আগে একবার অপারেশন করিয়েছি। চিকিৎসা করাতে করাতে আমার আর্থিক অবস্থা শোচনীয় হয়েগেছে, এই মুহূর্তে আমার স্ত্রীকে উন্নত মানের চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে , চিকিৎসা করাতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন যা, আমার পক্ষে বহন করা সম্ভব নয়।দ্যা ডেইলি ক্যাম্পাসকে সুমাইয়া সুলতানা জানান, আমার দের বছরের একটি সন্তান রয়েছে। আমি বাঁচতে চাই, আমার দেড় বছরের সন্তানের জন্য হলেও আমি বাঁচতে চাই , আমার চিকিৎসার জন্য কিছু অর্থ সহায়তা করুন।মেধাবী ছাত্রী সুমাইয়া সুলতানা রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠীদের মাঝে নেমেছে বিষাদের ছায়া। তার জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা। সহপাঠীরা জানায়, সুমাইয়া সুলতানা ক্যাম্পাসে খুবই প্রাণচঞ্চল ও মেধাবী মুখ। সবার সাথে ভালো ব্যবহার করত। থাইরয়েড ক্যান্সার নামক মরণব্যাধিতে আক্রান্ত হওয়ায় তারা সবাই হতবাক। এমতাবস্থায় বন্ধুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার পরিবারের কথা বিবেচনা করে চিকিৎসা সহায়তার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।সুমাইয়া সুলতানার এক সহপাঠী বন্ধু মোঃ আশিক বলেন, সুমাইয়া আমাদের ব্যাচের ভদ্র মেয়ে গুলোর মধ্যে একজন। সবসময় ও পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসতো, অবশ্য তার জন্য আমরা অনেক মজা করতাম ওকে নিয়ে। কিন্তু সুমাইয়া সুলতানার এভাবে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। আল্লাহ চাইলে সুমাইয়া সুলতানা আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে, এর এজন্য আপনাদের সবার একটু সহযোগিতা দরকার। সবাইকে যার যার যায়গা থেকে সুমাইয়া সুলতানার জন্য এগিয়ে আসার আহবান করছি।’এদিকে, বর্তমানে ভারতে যাওয়ার জন্য সুমাইয়া সুলতানার পাসপোর্ট ও ভিসার কাজ চলছে। পাসপোর্ট- ভিসা পেয়ে গেলেই সুমাইয়া সুলতানাকে ভারতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

সুমাইয়া সুলতানাকে আর্থিক সহায়তা পাঠান যাবে:-

মোঃ রিয়াদুল ইসলাম ( স্বামী) 01712-318736 (বিকাশ )

Most Popular

Recent Comments