20.8 C
Bangladesh
Wednesday, February 5, 2025
spot_imgspot_img
Homeজাতীয়চুয়াডাঙ্গা,দর্শনা সরকারি কলেজ চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক ও আলোচনা সভা

চুয়াডাঙ্গা,দর্শনা সরকারি কলেজ চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক ও আলোচনা সভা

মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা সরকারি কলেজ চত্বরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ৮ টার সময় দর্শনা সরকারি কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে দর্শনা সরকারি কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব শহিদুল ইসলাম
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
দামুড়হুদা উপজেলা কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন,
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মুন্জু,দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ প্রমূখ।

Most Popular

Recent Comments