26.8 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
HomeUncategorizedচুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু লিটল টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু লিটল টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।

মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
বঙ্গবন্ধু লিটিল টাইগার্স অনুর্ধ-১৪ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ৭ উইকেটে চুয়াডাঙ্গা ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে।

আজ রোববার( ২৪ জানুয়ারী) সকালে চুয়াডাঙ্গা ভিজেস্কুল( চাঁনমারী) মাঠে অনুষ্টিত ম্যাচে টস জিতে নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর দলনায়ক মুরসালিন মোমিন প্রথমে বোলিং করার সিন্ধান্ত নেন। চমৎকার বোলিং ও ফিল্ডিংয়ে চুয়াডাঙ্গা ক্রিকেট একােডমিকে ৪১রানে বেঁধে ফেলে নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা । নির্ধারিত ২০ ওভারের ম্যাচে ১২.৫ ওভারে ৪১রানে অল আউট হয় চুয়াডাঙ্গা ক্রিকেট একাডেমি। জবাবে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ৭.৪ ওভারে ৩উইকেট হারিয়ে ৪২রান করে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের ভাইস ক্যাপটেন ক্ষুদে ক্রিকেটার আলমাস সৌমিক ৪ ওভার বোলিং করে ১১ রান খচ্চায় ৪উইকেট দখল করে ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়। ম্যাচ শেষে সোমিকের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলেদেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি আমজাদ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।খেলার মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহবায়ক সাবেক ক্রিকেটার শাহিন শাহনেওয়াজ রাব্বী,চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কোচ-পরিচালক সাংবাদিক ইসলাম রকিব, নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ম্যানেজার নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা ক্রিকেট একাডেমির পরিচালক বিসিবির দায়িক্তপ্রাপ্ত কোচ জেহাদ-ই-জুলফিকার টুটুলসহ টূর্নামেন্ট পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ। প্রথম ম্যাচে জয়লাভ করায় নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ভাইস চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

Most Popular

Recent Comments