17.9 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতমাদকচুয়াডাঙ্গা দর্শনা বাসস্ট্যান্ডের শান্ত আবাসিক হোটেলে পুলিশি অভিযান : ১০১ পিচ ইয়াবা...

চুয়াডাঙ্গা দর্শনা বাসস্ট্যান্ডের শান্ত আবাসিক হোটেলে পুলিশি অভিযান : ১০১ পিচ ইয়াবা সহ স্বামি ও স্ত্রী গ্রেফতার।

মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা বাসস্ট্যান্ডের শান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বিপুল ও নাসরিন নামের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তারা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মৃত কাবাতুল্লা বিশ্বাসের মেয়ে নাসরিন খাতুন (৩০) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের বিপুল হোসেন (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলের নের্তৃত্বে গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা বাসস্ট্যান্ড শান্ত আবাসিক হোটেলে। এসময় হোটেলের ৩০৬ নং কক্ষের একটি রুমে অভিযান চালিয়ে রুমে থাকা বিপুল ও নাসরিন নামের দু’জনের দখল হতে ১০১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী তাদের পরিচয়ে জানায় তারা দুজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মৃত কাবাতুল্লা বিশ্বাসের মেয়ে নাসরিন খাতুন (৩০) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের বিপুল হোসেন (৩৪)।

পুলিশ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Most Popular

Recent Comments