19.6 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeকৃষি ও প্রকৃতিচুয়াডাঙ্গা, দামুড়হুদা উপজেলায় ধান চাষে ব্যপক সফলতা, বাম্পার ফলনের আশা করছে চাষিরা।

চুয়াডাঙ্গা, দামুড়হুদা উপজেলায় ধান চাষে ব্যপক সফলতা, বাম্পার ফলনের আশা করছে চাষিরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ-

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ভাবে মূখ্য ভূমিকা পালন করছে কৃষি। শস্য উৎপাদনে বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা অন্যতম। প্রায় প্রতি বছরে লক্ষ লক্ষ ম্যাটিক টন খাদ্য শস্য উৎপাদন হয় চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় প্রত্যেক বছরের ন্যায় এবছরেও প্রায় সম- পরিমানে ফসলি জমিতে ধান চাষ করেছে চাষিরা। মহামারী করোনা ভাইরাসের জন্য বর্তমানে কৃষি পণ্য প্রধান ও মূখ্য ভূমিকা পালন করছে। এই মহামারীর ভিতরে দামুড়হুদা উপজেলার ধান চাষের জমিতে বাম্পার ফলনের আশা করছে চাষিরা। দামুড়হুদা উপজেলার প্রত্যেক এলাকায় হাজার হাজার বিঘা জমিতে ধান চাষ করেছে। আজ বৃহস্পতিবার ( ১১ই মার্চ) দামুড়হুদা উপজেলার চাষিদের সাথে কথা বললে, তারা জানান অন্য বছরের তুলনায় এবছরে ধান চাষে অবস্থা ভালো, পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় বাম্পার ফলনের আশা করছে তাঁরা। এই বছরের ধানের মূল্যটা একটু বেশি যদি শেষ পর্যন্ত এই দামটা পায় তারা, তাহলে অনেকটা লাভবান হওয়ার আশাবাদি। দামুড়হুদা উপজেলার চাষিদের উপর মহলের কাছে একটা দামি নতুন ধান ঘরে তুলার সময় যথাযথ ন্যায্য মূল্যে তাদের ফসলটা বিক্রি করতে পারে।

Most Popular

Recent Comments