16.6 C
Bangladesh
Monday, January 13, 2025
spot_imgspot_img
Homeচট্টগ্রামচোখের জলে লাখো মানুষ বিদায় দিল শহীদ সাইফুল ইসলাম আলিফকে

চোখের জলে লাখো মানুষ বিদায় দিল শহীদ সাইফুল ইসলাম আলিফকে

বশির আহাম্মদ রুবেল চট্রগ্রাম

আজ বুধবার (২৭শে নভেম্বর) চট্টগ্রাম ওয়াসার জামিয়াতুল ফালাহ ময়দানে লক্ষাদিক মানুষের উপস্থিতিতে শহীদ সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পূর্ণ হয়।
সকাল দশটায় প্রথমে শহীদের কর্মস্থল আদালত ভবনে নিয়ে যাওয়া হয় তার মরদেহ, এখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে আসা হয় জামিয়াতুল ফালাহ ময়দানে। বেলা ১১ টায় শহীদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহাজাহান চৌধুরী।
জানাজায় উপস্থিত ছিলেন উপদেষ্টা হাসান আরিফ চৌধুরী, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

চট্টগ্রাম আদালত ভবনসহ নগরীর বিভিন্ন স্থানে পলাতক স্বৈরাচারের দোসরদের ও ইসকন সদস্যদের দ্বারা সংঘটিত সন্ত্রাস-নৈরাজ্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্রের দিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়।

এডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পারাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

Most Popular

Recent Comments