15.7 C
Bangladesh
Friday, January 3, 2025
spot_imgspot_img
Homeঅর্থনীতিজনাকীর্ণ কুয়াকাটার হঠাৎ স্তব্ধতা।

জনাকীর্ণ কুয়াকাটার হঠাৎ স্তব্ধতা।


করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বের অর্থনৈতিক অবস্থা থমকে গেছে। বাংলাদেশের অবস্থাও ঠিক তাই।
বিশেষ করে আমাদের কুয়াকাটার অবস্থা আরো করুণ। কারণ কুয়াকাটার অর্থনৈতিক অবস্থা নির্ভর করে পর্যটক ও মৎস্যের উপর। সারাদেশে লকডাউন থাকার কারণে এখন কুয়াকাটা পর্যটক শূন্য। এদিকে অবরোধ থাকার কারনে মাছ ধরা বন্ধ।
এতকিছুর পরেও আবার অবিরাম বৃষ্টি হচ্ছে।
ফলে কুয়াকাটার ব্যবসা বাণিজ্যে চরম ধস নেমে এসেছে।
এমন অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাড়বে তা নিয়ে সকলেই চিন্তিত।
এখন উপরওয়ালাই একমাত্র ভরসা।
তাই সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করে।

লেখকঃশাহাদাৎ হোসাইন মিরাজ,স্টাফ রিপোর্টার,প্রগতি২৪।

Most Popular

Recent Comments