21.3 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
HomeUncategorizedজামাতে ইসলামী সংগঠনের যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী আন্ত -ওয়ার্ড প্রীতি ফুটবল...

জামাতে ইসলামী সংগঠনের যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী আন্ত -ওয়ার্ড প্রীতি ফুটবল টুর্নামেন্ট

এস মন্ডল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়িতে দিনব্যাপী আন্ত -ওয়ার্ড প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।১৬ নভেম্বর (শনিবার) বিকালে ৪টায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ৮টি দলের অংশগ্রহণে বাংলাদেশ জামাতে ইসলামী এর আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়াডী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় সভাপতিত্ব করেন এম ইস্পাহানি সরকার । খেলায় প্রধান অতিথি হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনজুরুল কাদির বাবু, প্রধান মেহমান মাওলানা মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি মাওলানা মো. শহিদুল ইসলাম , আমন্ত্রিত অতিথি হিসেবে সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু বক্তব্যে বলেন বাংলাদেশ জামাতে ইসলামের আয়োজনে তরুণ যুব সমাজের খেলাধুলায় মনোযোগী করতে হবে। ৫ আগস্ট ছাত্র -জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে বিগত ১৬ বছর এই ফ্যাসিবাদী সরকারের শাসনামলে বাংলাদেশ জামাতি ইসলামকে কথা বলার মতো কোন সুযোগ দেয়নি এখন মনে হচ্ছে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে।স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে জনগণ, ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টাদের কে।

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশ ও জাতিকে খেলাধুলার অমনোযোগী হয়ে পড়েছে আমাদের যুব সমাজ মাদকের আসক্ত হয়ে পড়েছে , মাদক থেকে ফিরে লেখাপড়ার মনোযোগে পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে ফুলবাড়ি উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে সুশৃংখলভাবে প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করতে হবে। তরুণ যুবকরাই দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে এবং সমাজকল্যাণে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা । ফুলবাড়ী উপজেলা ১নং এলুয়াড়ি ইউনিয়নের জামায়তের যুব বিভাগের সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের চাম্পিয়ান বিজয়ী হয়েছেন দুই নাম্বার ওয়ার্ড ০১ গলে এবং হেরেছেন ৪নম্বর ওয়ার্ড প্রীতি ম্যাচ সমাপ্তির হয় ,পরে চ্যাম্পিয়নদের মাঝে আর্থিক সহায়তা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মনজুরুল কাদির বাবু।

Most Popular

Recent Comments