23.3 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতমাদকতৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারন করেও শেষ রক্ষা হয়নি গৌরনদীর মাদক সম্রাট শফিকের।

তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারন করেও শেষ রক্ষা হয়নি গৌরনদীর মাদক সম্রাট শফিকের।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

কারাদণ্ড থেকে রেহাই পেতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলাম শফিকের।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে বরিশালের গৌরনদী থানার দিয়াসুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মো. শফিকুল ইসলাম শফিক গৌরনদীর টিকামারা সরদার বাড়ি এলাকার মো. এস্কেন্দার সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, শফিকের বিরুদ্ধে ২০১৪ সালে একটি মাদক মামলা করা হয়। সে সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

সেই মামলায় ২০১৮ সালে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল।

কিন্তু জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যাওয়ায় কয়েক বছরেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।

পরে জানতে পারি মো. শফিকুল ইসলাম শফিক তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।

যার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর দিয়াসুর এলাকা থেকে বুধবার তাকে গ্রেফতার করে গৌরনদী থানার এএসআই ইয়ার হোসেন। গ্রেফতারের পর শফিকের ভাইও বিষয়টি পুলিশকে নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শফিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি আফজাল হোসেন।

Most Popular

Recent Comments