15.3 C
Bangladesh
Friday, December 27, 2024
spot_imgspot_img
Homeসম্মেলনদাগনভূঞায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

দাগনভূঞায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে শ্রেষ্ঠ ইমাম বাছাইয়ের লক্ষ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে  ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহরাজ শারবীন।

ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্ল্যাহ এর সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউণ্ডেশনের জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার নাছির উদ্দিন, জেলার সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শাহ পরান, সোনাগাজী উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ আবুল মোমেন, মাষ্টার ট্রেইনার মোঃ নোমান মিয়াজী, দাগনভূঞা আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলার ৪জন শ্রেষ্ঠ ইমাম ও ২জন শ্রেষ্ঠ খামারীর নাম ঘোষণা করা হয় এবং সনদপত্র বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments