16.2 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeঅনিয়মদাগনভূঞায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৩০ জনের জরিমানা।

দাগনভূঞায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৩০ জনের জরিমানা।

আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের জারীকৃত নির্দেশনা “কঠোর লকডাউন”
বাস্তবায়নে রবিবার (৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তালতলী বাজার, তুলাতলী বাজার, ফাজিলের ঘাট রোড, করিমপুর, জগতপুর, হাসপাতাল রোড ও নুরার টেকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারী নির্দেশনা অমান্য করে অটোরিকশা চলাচল, বিকাল ৫ টার পর দোকান খোলা রাখা, অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায়
৩০ জন ব্যক্তিকে মোট ৬ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি জানান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments