19.9 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeসভানওগাঁর ধামইরহাটে কোন নিরপরাধ মানুষ হয়রানি হবেনা বললেন পুলিশ সুপার, নওগাঁ

নওগাঁর ধামইরহাটে কোন নিরপরাধ মানুষ হয়রানি হবেনা বললেন পুলিশ সুপার, নওগাঁ

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের উদ্যোগে আড়ানগর ইউনিয়ন পরিষদ ৮নং বিট পুলিশ কার্যালয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল বিকেল ৫ টায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে স্থানীয় লোকজনের প্রশ্নের জবাবে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, ‘ধামইরহাট থানায় কোন নিরপরাধ মানুষ পুলিশি হয়রানি হবে না।’ পুলিশ আপনাদের সেবক, তাদেরকে তদন্তের ভিত্তিতে কাজ করতে হয়, কারও উস্কানিতে কাউকে হয়রানি করা পুলিশের কাজ নয়।’
এ সময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু রায়হান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। #

Most Popular

Recent Comments