17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসনওগাঁর পোরশা উপজেলায় ৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন

নওগাঁর পোরশা উপজেলায় ৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশায় গত এক সপ্তাহে শনিবার পর্যন্ত নওগাঁর পোরশা উপজেলায় ৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। এতে ৭ জনই করোনা পজেটিভ হয়েছে। এদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্যানেটারী ইন্সিপ্যাক্টর রয়েছেন।

এছাড়া সকলকেই তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, বর্তমান সময় সকল বয়সের ব্যক্তি করোনা আকান্ত হচ্ছেন। এই করোনার ভয়াবহতাও বেশী। তিনি সামান্য জ্বর কাশি হলেই সকলকে হাসপাতালে এসে বিনামুল্যে এন্টিজেন টেস্ট করার আহবান জানান।

এবস্থায় তিনি পোরশা উপজেলা বাসীকে মুখে মাস্ক পরতে এবং সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুরোধ করেছেন।

Most Popular

Recent Comments