19 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeদিবসনওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৯ ডিসেম্বর সকাল ৯ টায় আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সরকারি কলেজের
সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফাল্গুনী চক্রবর্ত্তী।
বক্তারা বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের পথিকৃৎ। সমাজের অন্ধ গোঁড়ামি থেকে নারীকে মুক্ত করতে সংগ্রাম করেছেন তিনি। আজকের এই দিনটিতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। আলোচনা শেষে উপজেলার পাঁচজন জয়ীতার মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

Most Popular

Recent Comments