25.9 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeঅনুদাননওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন...

নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে উম্মিয়া ওয়াহেদ ট্রাস্ট ও মমতাময়ী প্রশিক্ষন ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে বদলগাছী এলাকার অসহায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৭ অক্টবর (বৃহস্পতিবার) দুপুর ২ টায় সংস্থার কার্যালয় মিঠাপুর,পাড়োঁড়ায় বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি (সাবেক সচিব) বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল কবীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক নুর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তারিকুল ইসলাম, উম্মিয়া ওয়াহেদ এতিম খানা ও শিশু সদন এর সাধারণ সম্পাদক লতিফুল বারী হেলাল এ সময় সংস্থার নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ নুর মোহাম্মদ বলেন,উক্ত প্রতিষ্ঠানটি এলাকার অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ মানুষকে সহযোগিতা করছে তা যেন আগামীতে করতে পারে তার জন্য সরকারি ভাবে যে টুকু সহযোগিতা করার প্রয়োজন তা আমি করবো।

Most Popular

Recent Comments