25.9 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeসভানওগাঁর বদলগাছীতে মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি,স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা

নওগাঁর বদলগাছীতে মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি,স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ ¯স্লোগানকে সামনে রেখে
বাংলাদেশ পুলিশ বদলগাছী থানার উদ্যোগে এবারের ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’
উদযাপন করা হয়।
পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন
করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও
গতিশীল করার জন্য ৩০ অক্টোবর (শনিবার) বেলা ১১ টায় “কমিউনিটি পুলিশিং ডে” পালিত
হয়। এ উপলক্ষ্যে থানা চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
বদলগাছী কমিউনিটি সেন্টার হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায়
সভাপত্বি করেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম। উক্ত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য-৪৮, নওগাঁ-০৩ আলহাজ¦ ছলিম উদ্দীন
তরফদার সেলিম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ. টি. এম. মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বদলগাছী থানা কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম দেওয়ান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দীন (এফ এফ), বদলগাছী থানা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমুখ।

সভায় বিশেষ অতিথি নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ. টি. এম.
মাইনুল ইসলাম বলেন, কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও উৎসাহ-
উদ্দীপনা বৃদ্ধির জন্য পুলিশিং ডে উদযাপন করা হয়। অনুষ্ঠানে পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ-ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।

প্রধান অতিথি বলেন, একটি কুচক্রীমহল আমাদের দেশের সাম্প্রদায়িকতা নষ্ট করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। কোনও ভাবেই যেন ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে
সেজন্য পুলিশ বাহিনী এবং সাধারণ জনগণকে সতর্ক থেকে মোকাবেলা করতে হবে। তিনি
আরও বলেন, করোনা মহামারীর কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় সমাজে বাল্য বিবাহ, মাদকসেবী ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড বেড়ে গেছে। তাই এসব বন্ধ করতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণকে আহবান জানান তিনি।
কার্যকরী বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব
পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়েও অলোকপাত করা হয়।
এ সময় বদলগাছী উপজেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments