15.3 C
Bangladesh
Friday, December 27, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁর মহাদেবপুরে যমজ দুই বোনের মৃত্যু এলাকায় শোকের ছায়া

নওগাঁর মহাদেবপুরে যমজ দুই বোনের মৃত্যু এলাকায় শোকের ছায়া

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে লক্ষী রাণী (৬৫) নামের যমজ এক বোনের মৃত্যু কথা শুনে সরস্বতী রাণী (৬৫) নামের অপর যমজ বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটে শনিবার ভোর সোয়া ৫ টার দিকে নওগাঁর মহাদেবপুরে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত যমজ দুই বোন লক্ষী রাণী ও সরস্বতী রাণী উপজেলার সরস্বতীপুর সরকার পাড়ায় মৃত সংকর সরকারের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষী রাণী ও সরস্বতী রাণীরা চার বোন। তারা সকলেই বাবার বাড়িতে থাকে। এরমধ্যে লক্ষী রাণী দীর্ঘদিন থেকে হার্টের অসুখে ভুগছিল। শনিবার ভোর পৌনে ৫ টার দিকে লক্ষী রাণীর মৃত্যু হয়। হঠাৎ করে লক্ষী রাণীর মৃত্যুর কথা শুনে তার যমজ বোন সরস্বতী রাণী বলে “এক সাথে দুনিয়ায় এসেছিলাম আর তুই আমাকে ছেড়ে চলে গেলি” বলেই সে মাটিতে ঢলে পড়ে যায় এবং সাথে সাথেই তার মৃত্যু হয়। নিহত যমজ দুই বোনের প্রতিবেশী ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জনি সরকার বলেন, তাদের বিয়ের পর তারা চার বোন স্বামীকে নিয়ে এখানেই থাকতো। শনিবার ভোরে একসাথে তাদের দুই যমজ বোনের মৃত্যুতে আমরা শোকাহত।

Most Popular

Recent Comments