23.3 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁয় বিরোধের জেরে একজনকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নওগাঁয় বিরোধের জেরে একজনকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ ঃ

নওগাঁ জেলার ধামইরহাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোটরসাইকেলের সহিত হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা গেছে, উপজেলার হাটনগর সেন্টারপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে মো. মিজানুর রহমানের সহিত জগদ্দল মাদ্রাাসা পাড়ার নুরু হোসেনের ছেলে মো. রফিকুল ইসলামের সহিত দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
মিজানুর রহমান গত রোববার রাত ৮টার দিকে জমি সংক্রান্ত বিষয়ে আলোচনার বিষয়ে জগদ্দল কামাল হোসেন চৌধুরীর বাড়িতে যান। বাড়ি ফেরার পথে মিজানুর রহমানের পথরোধ করেন রফিকুল ইসলাম, রবিউল ইসলামসহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজন। পরে মিজানুর রহমানকে গুরুতর আহত করে তার ব্যবহৃত মোটরসাইকেলের সহিত হাত পা বেঁধে আগুন ধরিয়ে দেয়।
এতে মোটরসাইকেল পুড়ে গেলেও প্রাণে বেঁচে যান মিজানুর রহমান। পরে স্থানীয়দের সহায়তা মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

মিজানুর রহমান পেশায় ধামইরহাট প্রাণিসম্পদ অধিদফতরে এলএসপি পদে কর্মরত ছিলেন। পরে তার স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Most Popular

Recent Comments