22.8 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁয় মান্দায় চুরি হওয়া অটো চার্জারসহ একজন গ্রেফতার

নওগাঁয় মান্দায় চুরি হওয়া অটো চার্জারসহ একজন গ্রেফতার

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁ জেলার মান্দায় চুরি যাওয়া একটি অটোচার্জার উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে কুসুম্বা তিন রাস্তার মোড়ে থেকে অটোচার্জার উদ্ধারসহ হাতেনাতে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম উত্তম কুমার (২৬)।সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাটইল গ্রামের নিপেন্দ্রনাথ প্রামানিকের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব নিচপাড়া গ্রামের জাকারিয়া হোসেন অটোচার্জারে কয়েকজন যাত্রী নিয়ে কুসুম্বা মসজিদে বেড়াতে আসেন। দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় অটোচার্জার রেখে তাঁরা নামাজ পড়তে যান। নামাজের কোন এক সময় অটোচার্জারটি খোয়া যায়। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শেষে বিষয়টি থানায় অবহিত করেন তাঁরা।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক জাহিদ হোসেন অভিযান চালিয়ে কুসুম্বা তিন মাথার মোড় থেকে অটোচার্জাটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তম কুমার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ১৮ সেপ্টেম্বর, শনিবার তাকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments