25.9 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeনবীনবরননবীন শিক্ষার্থীদের বরণ করে নিল কলাপাড়ার মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসা

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল কলাপাড়ার মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসা

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষ ও ফাযিল ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো কুয়াকাটার ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসা।

বুধবার (০৫) জানুয়ারি সকাল ১০ঘটিকায় মাদ্রাসা অডিটোরিয়ামে এ নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়।

মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্ভনিংবডির সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসাইন মুসুল্লি।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ভালো ছাত্র ছাত্রী হওয়ার জন্য তোমাকে ভালো মানুষ হতে হবে। প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত হতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করতে হবে পাশাপাশি শিক্ষকদের কথা মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, তোমারাই আগামীর উজ্জ্বল ভবিষ্যতের ধারক বাহক। যে সুনাম নিয়ে ভর্তি হয়েছো তা ধরে রেখ।

নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোসা. মারিয়া। এ সময় এ শিক্ষার্থী বলে,আমরা সত্যি আনন্দ আজ। আমরা পা রাখছি নতুন জীবনে। এ রকম প্রতিষ্ঠানে এমন অনুষ্ঠান পেয়ে আনন্দিত।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্য মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান বিশ্বাস,অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিকদার, মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস হাসান,পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কে এম মনির,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুয়াকাটা শাখার আমির মাও. মাইনুল ইসলাম মান্নান প্রমূখ।

Most Popular

Recent Comments