19.3 C
Bangladesh
Wednesday, December 25, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতনাজিরপুরে দুই যুবলীগ নেতার উপরে প্রতিপক্ষের হামলা

নাজিরপুরে দুই যুবলীগ নেতার উপরে প্রতিপক্ষের হামলা

মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছেন প্রতিপক্ষরা। এ সময় অপর এক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং মো. ফারুক হাওলাদার, শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিঠু ও সহ-সভাপতি রনি হাওলাদার।

গুরুতর আহত রনি হাওলাদার ও মিজানুর রহমান মিঠুকে রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফারুক হাওলাদার বলেন, রাতে নাজিরপুরে দলীয় কাজ সেরে তিনজন একটি মোটরসাইকেলে করে শ্রীরামকাঠী বন্দরের দিকে যাচ্ছিলাম। এ সময় ভীমকাঠীর বালাবাড়ির কাছে পৌঁছালে দেখতে পাই সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলা রয়েছে।

সেখানে পৌঁছাতেই সড়কের দুপাশ থেকে অপেক্ষায় থাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান সবুজ ও স্থানীয় মহিউদ্দিনের নেতৃত্বে প্রায় ২৫-৩০ সন্ত্রাসী দা-রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলেও জানান তিনি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান সাংবাদিকদের জানান, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Most Popular

Recent Comments