22.8 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeকাউন্সিলিংনিরাপদে চলি সোসাইটি পথচারীদের মাক্স পড়তে ও রাস্তা পারাপারের ব্যাপারে কাউন্সিলিং করা...

নিরাপদে চলি সোসাইটি পথচারীদের মাক্স পড়তে ও রাস্তা পারাপারের ব্যাপারে কাউন্সিলিং করা হয়।

মোঃ মিঠুন সেখ মিঠু স্টাফ রিপোর্টারঃ

নিরাপদে চলি সোসাইটি মাক্স বিতরন ও রাস্তা পারাপারের ব্যাপারে কাউন্সিলিং।

আজ ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে নিরাপদে চলি সোসাইটি সাভারসাভার নবীনগর স্মৃতিসৌধ মাক্স বিতরন ও পথচারীদের মাক্স পরতে এবং রাস্তা পারাপারের ব্যাপারে কাউন্সিলিং করা হয়।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ আলিম উল্যাহ ,উপদেষ্টা ডালিম চৌধুরী,আহ্বায়ক কমিটির সাধারন সম্পাদক সেফিক সুমন,যুগ্ন সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ কামাল হোসন, যুগ্ন সাধারন সম্পাদক জয় পল, কার্যকরি সদস্য এ আর রাজ, নুরজাহান মনি, তামিন আফরিন, আফরোজা আক্তার, সাভার থেকে ছিলেন শাকিল আহমেদ, আরো অনেকেই। উক্ত প্রোগ্রামটি আয়োজন করেন কামাল হোসাইন,জয় পাল রাহুল ।

Most Popular

Recent Comments