16.7 C
Bangladesh
Friday, December 27, 2024
spot_imgspot_img
Homeজন দূর্ভোগপাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ।

ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। একই কারণে লঞ্চ চলাচল বন্ধ আছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজির হাট নৌপথেও। নৌ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে ঝড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে পড়ে। এ ছাড়া নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজির হাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক আছে। লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে করে নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন।

®বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল আলম বলেন, পাটুরিয়া-দৌলতদিয়ায় ২২টি এবং আরিচা-কাজির হাট নৌপথে ১১টি লঞ্চ চলাচল করে। বৈরী আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এসব লঞ্চ চলাচল বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।

সূত্রঃপ্রথম আলো

Most Popular

Recent Comments