25.9 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeঅভিযোগপীরগঞ্জের বড় আলমপুরে ব্রিজ ভেঙে যাওয়ার চরম দুর্ভোগে এলাকাবাসী -

পীরগঞ্জের বড় আলমপুরে ব্রিজ ভেঙে যাওয়ার চরম দুর্ভোগে এলাকাবাসী –

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতাঃ-

রংপুরের পীরগঞ্জ উপজেলার ০৭ নং বড় আলমপুর ইউনিয়নের ফুটানির বাজার থেকে মুক্তাগাড়ি সড়কের মাঝিপাড়া সংলগ্ন ব্রিজটি ভেঙে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এরফলে এলাকার জনসাধারণসহ পথচারীদের ভোগান্তি বেড়েই চলেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ফুটানির-মুক্তাগাড়ির সড়কের ব্রিজটি দীর্ঘদিন বয়স হওয়ায় উপরোক্ত ব্রিজের ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল করার কারণে ওই রাস্তার ব্রিজটি ভেঙে গেছে। ব্রিজের মাঝখান ভেঙে যাওয়ার ফলে সেখানে রাতের বেলা মোটরসাইকেল, বাইসাইকেল, সিএনজি, ইত্যাদি চালক পড়ে গিয়ে বড় বিপদের আশংকায় রয়েছে।

ভাঙনের ফলে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সিএনজি চালকেরা। এরকম অবস্থায় থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা অতি দ্রুত ব্রিজটি সংস্কার করে পথচলা সুগম করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন।

Most Popular

Recent Comments