23.3 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeফেনীপোরশায় এক মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন।

পোরশায় এক মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন।

মুজাহিদ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: পোরশায় বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। তিনি নওগাঁ জেলার পোরশা উপজেলাধীন মুর্শিদপুর ইউনিয়নের শিশা খরপা গ্রামের অধিবাসী ছিলেন।
বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হামিদ রেজা নেতৃত্বে তার কফিনে জাতীয় পতাকা দিয়ে গার্ড অফ অনার ও এক মিনিট নীরবতা পালন করে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করে বাদ জোহর তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
পোরশা থানা (তদন্ত) অফিসার আনোয়ারুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও অনেক গুনগ্রাহী মানুষ উক্ত জানাযায় উপস্থিত ছিলেন। তিনি দির্ঘ্যদিন অসুস্থ্য থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রামের নিজ বাড়িতে (৮০) বছর বয়সে ইন্তেকাল করেন। মৃতু কালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Most Popular

Recent Comments