16.7 C
Bangladesh
Friday, December 27, 2024
spot_imgspot_img
Homeমানবতাপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও উপবৃত্তির চেক বিতরন।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও উপবৃত্তির চেক বিতরন।

মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে ভাণ্ডারিয়া সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সরকারী কৌশলী অ্যাডভোকেট শহিদুল হক খান পান্না, জেলা সমাজ সেবা অফিসার ইফতিয়ার উদ্দীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ভবানী শংকর বল প্রমূখ। পরে ওই বিদ্যালয়ে ৬৯ জন বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে জন প্রতি ৯ হাজার টাকার চেক, ১শ২৬ জনকে ক্রীড়া সামগ্রী, ১২ শিক্ষার্থীকে হুইল চেয়ার, ০৫ শিক্ষার্থীকে কানের যন্ত্র ও একজনকে সাদাছড়ি বিতরণ করা হয়। সমাজ অধিদপ্তর এবং ক্রীড়া অধিদপ্তরের মাধ্যমে এসব সহয়তা সামগ্রী বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments