21.3 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeসংবর্ধনাফেনীতে আনসার-ভিডিপি'র তিন অফিসারের বিদায় সংবর্ধনা

ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা প্রতিনিধি:

বদলিজনিত বিদায় উপলক্ষে দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ কে এম রুহুল আমিন ভূইয়া বিভিএমএস, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা ও সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রবিবার সন্ধ্যায় জেলা কমান্ড্যান্ট এর  কার্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন।

সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সানোয়ারুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি এ কে এম রুহুল আমিন ভূইয়া বিভিএমএস, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা, সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী, পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন, দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, সোনাগাজী উপজেলা প্রশিক্ষক ফজলুল হক, ছাগলনাইয়া উপজেলা প্রশিক্ষক মাসুদ পারভেজ, প্রশিক্ষিকা মাহমুদা আক্তার, খাদিজা পারভিন, মনোয়ারা আক্তার ও পারভিন আক্তার।

বক্তাগণ বিদায়ী কর্মকর্তাদের সরকারি দায়িত্ব পালনে যে সফলতা দেখিয়েছেন তার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন।

বিদায়ী অতিথি এ কে এম রুহুল আমিন ভূইয়াকে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা, কামরুন নাহার মর্জিনাকে নওগাঁ জেলার বদলগাছি উপজেলা ও রাবেয়া সুলতানা নাজমাকে বরিশাল জেলার সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসাবে বদলী করা হয়েছে।

Most Popular

Recent Comments