22.8 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতফেনীর দাগনভূঞায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

ফেনীর দাগনভূঞায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার।


ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে রমজান আলী শাহীন(৩৩) নামে স্কুলের এক শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। (২২ মে) দিবাগত রাতে গ্রেফতার করা হয়। সে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহি গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ওই ইউনিয়নের উত্তর বারাহি গোবিন্দ গ্রামের হারিছ আহাম্মদের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিগত ২৩/৮/২০২০ইং তারিখ দুপুরে ভিকটিমকে সুকৌশলে বসতঘরের দক্ষিণ পার্শ্বে অবস্থিত গাছের বাগানের ভিতরে নিয়ে মাটিতে শোয়াইয়া ভিকটিমের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় কাউকে কিছু বলিলে স্কুলে গেলে মারধর করার ভয়ভীতি দেখায়। ভিকটিম লজ্জায় ও ভয়ে পরিবারের কাউকে না বলে দীর্ঘদিন গোপন রাখে। ২২ মে (শনিবার) সন্ধ্যায় বাড়ির একটি শিশু বাচ্চাকে কোলে নিয়ে অভিযুক্ত শাহীনের ঘরে গেলে অভিযুক্ত শাহীন ঘরের ভিতরে পাইয়া জোরপূর্বক ভিকটিমকে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। একপর্যায়ে ভিকটিম দৌড়াইয়া ঘরে এসে ভিকটিম তার মাকে বিগত সময়ের ঘটনা এবং ওইদিনের (২২ মে) ঘটনা ভিকটিমের মাকে খুলে বলে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ অভিযুক্ত শাহীনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রমজান আলী শাহীনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হলে তাকে গ্রেফতার করে (২৩ মে) রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Most Popular

Recent Comments