16.2 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeমাদকফেনীর দাগনভূঞায় ১৯৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

ফেনীর দাগনভূঞায় ১৯৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ আগষ্ট) রাতে উপজেলার মাতুভূঞা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আবু লোকমান সুজন (৩৫) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সওদাগর বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে এবং ঝুলন চন্দ্র শর্মা (৩২) পৌর এলাকার গণিপুর (৮নং ওয়ার্ডের) শীল বাড়ির খোকন শীলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার মাতুভূঞা এলাকায় পুলিশের একটি দল টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আল আমিন, এএসআই মোঃ কামাল হোসেন ও এএসআই আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স উপজেলার মাতুভূঞা এলাকায় অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সময় ১৯৫টি ইয়াবাসহ সুজন ও ঝুলন শর্মাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় রুজু করা হয়। শনিবার (৭ আগষ্ট) আদালতের মাধ্যমে দুই যুবককে পাঠানো হয় কারাগারে।

থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ ধৃত আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

Most Popular

Recent Comments