23.3 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনবাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন...

বাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতাকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মো. দলিল উদ্দিন মোল্লা (ধলু মোল্লা)। তিনি উপজেলার কালিশুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তাকে পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি। শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে কালিশুরি বন্দরে এ সংবাদ সম্মেলন করেন। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। অব্যাহতি প্রদানের ওই চিঠিতে জানানো হয়, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। অব্যাহতি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মো. দলিল উদ্দিন মোল্লা বলেন, ষড়যন্ত্র মূলক ভাবে আমাকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, গত ৫আগষ্ট থেকে কালিশুরি বন্দর এবং কুমারখালী এলাকার ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় বৈঠক করে ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেছি এতে আমাদের দলের একটি কুচক্রী মহল আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আমি বিএনপিতে ছিলাম এবং বিএপিতেই থাকবো। এসময়ে তিনি প্রতিহিংসার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা বিএনপি দলীয় নেতা কর্মীদের কাছে দোয়া চেয়েছেন। এর আগে বেলা ১১টার দিকে কালিশুরি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েশ নেতা কর্মী কালিশুরি বন্দরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কালিশুরি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রেজওয়ান ইসলাম, কালিশুরি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মাসুদ সাজ্জাল, ৪নং ওয়ার্ড সভাপতি আ. লতিফ হাওলাদার, ৯নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মৃধা ও সাবেক চেয়ারম্যান মো. শাহাজাদা তালুকদার প্রমুখ।

Most Popular

Recent Comments