23.3 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeঅর্থনীতিবাজারে আসছে Vivo Y50

বাজারে আসছে Vivo Y50

নিজস্ব প্রতিবেদক: বাজারে আসছে ভিবোর নতুন মোবাইল ফোন VIVO। ভিবো বাংলাদেশ জানিয়েছে, আগামী 24-ই জুন বাজারে পাওয়া যাবে ভিভো ওয়াই 50। আজ বৃহস্পতিবার শুরু হয়েছে প্রি-বুকিং।ফোনটির দাম রাখা হয়েছে 22 হাজার 990 টাকা।অাইরিশ ব্লু ও পার্ল হোয়াইট রঙে ফোনটি পাওয়া যাবে।ইতোমধ্যে গত এপ্রিলে চীনের বাজারে এবং চলতি মাসে ভারতের বাজারে মোবাইলটি ব্যাপক সাড়া ফেলেছে। ভিভো ওয়াই 50-এর র‌্যাম 8 জিবি ও রোম 128 জিবি।ছবির জন্য ওয়াই৫০ ফোনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। রিয়ার ক্যামেরাগুলো হলো ১৩ মেগাপিক্সেলের (এমপি) প্রাইমারি সেন্সর, ৮ এমপির আলট্রা ওয়াইড সেন্সর, ২ এমপির ম্যাক্রো লেন্স এবং ২ এমপির ডেপথ সেন্সর ক্যামেরা। এছাড়া সেলফি ক্যামেরায় আছে ১৬ এমপির হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) ক্যামেরা সেন্সর। ৬ দশমিক ৫৩ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতাসম্পন্ন।

Most Popular

Recent Comments