17.9 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeত্রানভান্ডারিয়ায় আল-আরাফাহ্ ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

ভান্ডারিয়ায় আল-আরাফাহ্ ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

মো: ফেরদৌস মোল্লাহ
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কয়েক শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক আবদুদ দাইয়ান এর সভাপতিত্বে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গরীব অসহায় ও মাদরাসা ছাত্রদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের অনান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে সকলে হাসিমুখে ঘরে ফিরে।
ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক আবদুদ দাইয়ান বলেন প্রতিবছরের মতো এ বছরও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে। পরবর্তীতেও আমাদের এ ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। তিনি ব্যাংকে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দোয়া কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Most Popular

Recent Comments