15.7 C
Bangladesh
Friday, January 3, 2025
spot_imgspot_img
Homeঅনিয়মমহিপুরে পূর্ব শত্রুতার জেরে জামাই -শশুরের উপরে হামলা।

মহিপুরে পূর্ব শত্রুতার জেরে জামাই -শশুরের উপরে হামলা।

মহিপুর প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুরে পূর্ব শত্রুতার জেরে জামাই -শশুরের উপরে হামলার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় পূর্ব শত্রুর যের ধরে মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের সিরাজ মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে একই গ্রামের নজরুল ইসলাম (৫০) কে এবং তার জামাই মুসুল্লীয়াবাদের ইমরান বিশ্বাস কে আহত করে।

আহত নজরুল ইসলাম বলেন তিনি শারীরিক অসুস্থতার কারনে কলাপাড়া থেকে ডাক্তার দিখিয়ে আসে এবং মহিপুরের বাধঘাট স্টানে আসার পরে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের ইব্রাহিম মাতুব্বর তার পথ রোধ করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং দৌরে তার বাড়ি থেকে দা নিয়ে এসে তার উপরে এলোপাথারি কোপ ছাড়ে ভাগ্যক্রমে তার সাথে তার জামাই থাকায় সে সেই দায়ের কোপ ফিরায় এবং দায়ের উল্টো পার্শ্বের আঘাতে সে এবং তার জামাই আহত হয়।

জানাগেছে ইব্রাহিম মাতুব্বুর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক সেবি। ইতিপূর্বে তার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য গত ১ সাপ্তাহ খানেক আগে ইব্রাহিম মাতুব্বর একই জায়গায় নুরুল ইসলাম আকন, আউয়াল আকন ও নাসির আকনকে লোহার রডদিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। সে ঘটনায় কলাপাড়া আদালতে দূটি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Most Popular

Recent Comments