25.9 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeক্যাম্পাস সংবাদরাবিতে স্বননের নাজিম মাহমুদ আবৃত্তি উৎসব শুরু

রাবিতে স্বননের নাজিম মাহমুদ আবৃত্তি উৎসব শুরু

রাবি প্রতিনিধি; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাজিম মাহমুদ আবৃত্তি উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আবৃত্তির সংগঠন স্বননের আয়োজনে দুইদিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক জুলফিকার মতিন বলেন, নাজিম মাহমুদ সাহিত্য জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি একাধারে কবি ও প্রাবন্ধিক ছিলেন। স্বননের প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনেক। তাঁর স্বরণে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। আবৃত্তি জগতে স্বনন এক অনন্য অবদান রাখবে সেই প্রত্যাশা করেন তিনি। ‘পরশ পাথর মন করে দেয় ভালোবাসা ধন্য’- প্রতিপাদ্যে এ উৎসবে অংশ নিয়েছে কুড়িগ্রামের আবৃত্তির সংগঠন নাগেশ্বরী কথক, স্বনন ঢাকা, জাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তির সংগঠন মাঃভৈ আবৃত্তি সংসদ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তমঞ্ছে এ আবৃত্তি অনুষ্ঠান হয়। স্বননের আহ্বায়ক মিজান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিম মাহমুদের ছেলে মোস্তফা হাকিম প্লেটো, স্বনন অগ্রজ কবি মোহাম্মদ কামাল, তাপস মজুমদার ও রাশেদ কাঞ্চন প্রমূখ।

তারিফুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments