19.9 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeজাতীয়শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে চুয়াডাঙ্গা জেলার হাসান চত্বরে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও...

শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে চুয়াডাঙ্গা জেলার হাসান চত্বরে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

গতকাল ১৪ই ডিসেম্বর সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উদ্‌যাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার হাসান চত্বরে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার হাসান চত্বরে শহীদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবিদের স্মৃতিস্তম্ভ ও মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মনিরা পারভিন , সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত, ট্রেজারি এবং গোপনীয় শাখা) আমজাদ হোসেন , সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ, স্থানীয় সরকার শাখা ও মিডিয়া সেল)শিবানী সরকার , সহকারী কমিশনার (সাধারণ ও প্রবাসী কল্যান শাখা) জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি, জেলা ই-সেবা কেন্দ্র) সুরাইয়া মমতাজ ,
সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল শাখা) মোঃ ফিরোজ হোসেন
চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল জোঃ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা প্রমুখ।

উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আজ যে দিবস পালিত হচ্ছে তা সার্থক হবে, যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় বুদ্ধিবৃত্তিক বুনিয়াদ আরও শক্তিমান করার কাজে ব্রতী হই। তাঁরা যে উন্নত চিন্তা ও সমৃদ্ধ অর্থনীতির দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথ ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এই হোক শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার।

Most Popular

Recent Comments