সম্পুরক শুল্ক পূনর্বিবেচনায় অানার দাবি অপারেটরদের

0
692

●প্রগতি ডেস্কঃ
●দেশের মোবাইল অপারেটরদের সংস্থা অ্যামটব সম্প্রতি ঘোষিত বাজেট প্রস্তাবনায় মোবাইল সেবায় নতুন করে আরোপিত ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত পূনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এক অনলাইন সংবাদ বিজ্ঞপ্তিতে দ্যা অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (অ্যামটব) এর বক্তারা ডিজিটাল বাংলাদেশ নির্মানে নতুন আরোপিত করের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার অনুরোধ জানান। সংস্থাটির সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফরহাদ (অবঃ) এবং দেশের টেলিকম খাতের উচ্চপদস্থ ব্যাক্তিবর্গ এই অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অ্যামটবের সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ২০২০-২১ অর্থবছরের বাজেটে টেলিকম খাতে সম্পূরক কর বৃদ্ধির ঘোষনা অত্যন্ত দুঃখজনক এবং এটি ডিজিটাল বাংলাদেশ নির্মানের পথে অন্তরায় হয়ে দাড়াতে পারে। দেশের ৭ শতাংশ জিডিপির যোগান প্রদানকারী টেলিকম খাতে গ্রাহক এবং ব্যাবসায়ীক অংশীদারদের ওপর চাপ না বাড়িয়ে রাজস্ব আদায়ে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে অ্যামটব প্রস্তুত বলেও জানান তিনি।
●উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশ সরকার নতুন করে ৫% অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করায় মোবাইল ফোন সেবায় ১৫% ভ্যাট, ১% সারচার্জ এবং ১৫% সম্পূরক শুল্কসহ সর্বমোট শুল্ক দাঁড়ায় ৩৩.২৫ শতাংশ। অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে কেউ যদি ১০০ টাকার সেবা নিতে চান, তাহলে ৭৫ দশমিক শূন্য ৩ টাকার সেবা নিতে পারবেন এবং ২৪ দশমিক ৯৭ টাকা যাবে সরকারের ভ্যাট, ট্যাক্স, সারচার্জ এবং এসডি শুল্ক হিসেবে। তবে এবারই প্রথম সরকারকে শীঘ্রই নতুন আরোপিত সম্পূরক শুল্কের সিদ্ধান্ত পূনর্বিবেচনার আহ্বান জানালো অ্যামটব। এমনটাই জানা গেছে mobilemaya.com এর ওয়েবপেইজ থেকে।