23.3 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeকোটা সংস্কার আন্দোলনসরকার পদত্যাগের দাবিতে ফের উত্তাল রাজশাহী 

সরকার পদত্যাগের দাবিতে ফের উত্তাল রাজশাহী 

রাবি প্রতিনিধি 

বৃষ্টি উপেক্ষা করে ‘একদফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি’ শ্লোগানে উত্তাল রাজশাহী। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়। শনিবার (৩ আগস্ট) সকালে নগরীর তালাইমারীতে এ ঘটনা ঘটে। 

আন্দোলনকারীরা বলছেন, শিক্ষার্থী হত্যার বিচার চাই। খুনি সরকারের পদত্যাগ চাই। দাবি এখন একটাই।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লেকার্ডে দেখা যায়, এক দফা এক দাবি, খুনি হাসিনার পদত্যাগ; ফ্রি ফ্রি বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি। 

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেট ও তালাইমারী সংলগ্ন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট সহ বিভিন্ন স্থান থেকে দলবেঁধে বিক্ষোভ নিয়ে তালাইমারী মোড়ে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকসহ নানা পেশার প্রায় ২ হাজার মানুষ। বিক্ষোভ চলাকালে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ নিয়ে ভদ্রার দিকে যান আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর আবার ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের দিকে অবস্থান নেয় তারা। ফেরার পথে তালাইমারী মোড়ের পুলিশবক্সের জানালা ভাঙচুর করে এবং পুলিশকে দেখে ভুয়া ভুয়া শ্লোগান দিলে তারা মোড় ত্যাগ করে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারা।

Most Popular

Recent Comments