23.3 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeশুভ জন্মদিনসাংবাদিক মিরনের জন্মদিনে 'প্রগতি২৪' পরিবারের শুভেচ্ছা।

সাংবাদিক মিরনের জন্মদিনে ‘প্রগতি২৪’ পরিবারের শুভেচ্ছা।

সাংবাদিক জহিরুল ইসলাম মিরন
রিপোর্টার-বাংলাভিশন, উপদেষ্টা-প্রগতি২৪
ছবিঃপ্রগতি ২৪

নিজস্ব প্রতিবেদকঃ

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘প্রগতি২৪’-এর উপদেষ্টা সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের আজ ৩৪তম জন্মদিন।

গুনী তরুণ এই সাংবাদিকের জন্মদিনে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘প্রগতি২৪’ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন পোর্টালটির সম্পাদক ও প্রকাশক মো.রেদওয়ানুল ইসলাম রাসেল।

শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,”মিরন ভাই একজন গুণী সাংবাদিক।সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক কল্যাণমূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। ‘প্রগতি২৪’-এর ব্যাপক বিস্তৃতির পিছনে তার অবদান অনস্বীকার্য। আমরা ‘প্রগতি২৪’ পরিবার তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই।”

রেদওয়ানুল ইসলাম রাসেল-সম্পাদক,প্রগতি২৪(বামে),জহিরুল ইসলাম মিরন-উপদেষ্টা,প্রগতি২৪(ডানে)
ফাইল ছবিঃ প্রগতি ২৪

উল্লেখ্য, জহিরুল ইসলাম মিরন একাধারে শিক্ষক,সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী। সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডে তিনি সক্রিয় অংশগ্রহণ করে থাকেন। নিজ এলাকার উন্নয়নে সদাজাগ্রত থাকার কারণে এলাকায় তিনি ব্যাপকভাবে পরিচিত।

Most Popular

Recent Comments