25.9 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeস্বেচ্ছাস্বেবী সংগঠনসেইফ ব্লাড ডোনেট সোসাইটি পক্ষ থেকে রবিউল ইসলামের AB- রক্তদান

সেইফ ব্লাড ডোনেট সোসাইটি পক্ষ থেকে রবিউল ইসলামের AB- রক্তদান


মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর প্রতিনিধি
মানবতার ডাকে সাড়াদিয়ে এক সিজারিয়ান মায়ের মুখে হাসি ফোটাতে এই করোনা ভাইরাসকে উপেক্ষা করে লকডাউনের মধ্যে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পক্ষ থেকে রবিউল ইসলামের AB- রক্তদান করলেন।
সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
শুভ কামনা করছি। একই সাথে তার সার্বিক সুস্থতা কামনা করছি। তার এই রক্তদানের মাধ্যমে আবারো প্রমাণ হলো মানবতার সেবাই হলো বড় সেবা।জয় হোক মানবতার

Most Popular

Recent Comments