16.6 C
Bangladesh
Monday, January 13, 2025
spot_imgspot_img
Homeখেলার মাঠক্রিকেট৭২ বছরের রেকর্ড ভাঙ্গলেন হোল্ডার

৭২ বছরের রেকর্ড ভাঙ্গলেন হোল্ডার

১১৭ দিন পর ক্রিকেট ফিরলেও বেরসিক বৃষ্টিতে প্রথম দিনে বল গড়িয়েছিল মাত্র ১১৪ টি। তবে দ্বিতীয় দিনে এবার ইংলিশদের উপর ঝড় বইয়ে দিয়েছেন হোল্ডার। দিনের শুরু থেকেই পুরো আলো কেড়ে নিয়েছেন নিজের দিকে।

ইংল্যান্ড অধিনায়ক ও সহ-অধিনায়কের দুইজনের উইকেটই শিকার দিয়ে শুরু করেন হোল্ডার। একে একে ৬ উইকেট নিয়ে ইংলিশদের গুটিয়ে দেন মাত্র ২০৪ রানেই। ২০ ওভারের বোলিং স্পেলে হোল্ডার দিয়েছেন ৪২ রান।

দুর্দান্ত বোলিংয়ে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক। ২০১০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ১২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন সেই সময়ের বাংলাদেশ অধিনায়ক সাকিব। হোল্ডার আর সাকিবের পারফরম্যান্সের মাঝে এই এক দশকে আর কোনো অধিনায়ক ইংল্যান্ডে পাননি ৫ উইকেট।

সব শেষ দুই দশকে তথা ২০০০ সালের পর অধিনায়ক হিসেবে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ডেও জায়গা করে নিয়েছেন হোল্ডার। এ তালিকায় তার অবস্থা চারে। তার উপরে তিনে আছেন সাকিব আল হাসান (৬-৩৩, ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ, কিংসটন)। দুইয়ে আছেন শন পোলক (৬-৩০, ২০০১ বনাম শ্রীলঙ্কা, কেপ টাউন) , সবার উপরে আছেন রাঙ্গানা হেরাথ(৮-৬৩, ২০১৬ বনাম জিম্বাবুয়ে, হারারে)।

Most Popular

Recent Comments