16.7 C
Bangladesh
Thursday, January 2, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিক৮৬ বছর পর জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদে রুপান্তর হচ্ছে তুরস্কের...

৮৬ বছর পর জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদে রুপান্তর হচ্ছে তুরস্কের “আয়াসোফিয়া”।

আন্তর্জাতিক ডেস্ক:

৮৬ বছর পর আবার জুমু’আর নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের ঐতিহাসিক আয়াসোফিয়া মসজিদে। আশা করা হচ্ছে, জামাতে অন্যান্য মুসল্লিদের সঙ্গে যোগ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

আজ শুক্রবার (২৪ জুলাই) জুমু’আর নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু হবে আয়াসোফিয়া মসজিদে।এর আগে তুরস্কের শীর্ষ আদালতের রায়ের পর এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান।করোনাভাইরাসের কারণে আয়াসোফিয়ায় প্রবেশের ৫টি দরজা উন্মুক্ত থাকবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে মসজিদে প্রবেশ করতে পারবে। এতে ঢুকতে অন্তত ১১টি নিরাপত্তার পয়েন্ট অতিক্রম করতে হবে।

চলতি মাসের ১০ তারিখে ১৯৩৪ সালে জারিকৃত সাবেক তুর্কি সরকারের বিতর্কিত ফরমান বাতিল ঘোষণা করে আয়াসোফিয়া-কে মসজিদে রূপান্তরের পক্ষে রায় দিয়েছে তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী আয়াসোফিয়া ষষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজত্বকালে নির্মিত হয়। গ্রীক অর্থোডক্স চার্চের মূলকেন্দ্র হিসাবে এই স্থাপনাটি ব্যবহৃত হয়েছিল। এবং সেখান থেকেই মুসলমানদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও কূটচাল চালাত ততকালীন বাইজেন্টাইনরা। ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয় করার পর খ্রিস্টান পাদ্রিদের থেকে নিজ অর্থায়নে আয়াসোফিয়াকে কিনেছিলেন সুলতান মুহাম্মাদ আল ফাতিহ। তারপর তিনি মসজিদের হিসেবে আয়াসোফিয়ার সম্পদকে ওয়াকফ করেন। দীর্ঘ পাঁচশত বছর এটি ছিলো মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ। এরপর ১৯৩৫ সালে তুরস্কের কঠোর ধর্মনিরপেক্ষ একক-দলীয় শাসনকালে এই মসজিদটিকে যাদুঘরে রূপান্তরিত করা হয়। তবে জনসাধারণের দাবিতে এটি আবার মসজিদে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা হয়ে আসছিলো।

সামাজিকভাবে জোরালো দাবি উত্থাপনের পর আইনিভাবে এটিকে পুনরায় মসজিদ হিসেবে পুনরুদ্ধার করতে সক্ষম হন এরদোগানের সরকার। এ বিষয়ে এরদোগান বলেন, আয়াসোফিয়া-কে মসজিদে রূপান্তর করার ক্ষেত্রে তুরস্ক তার সার্বভৌমত্বের অধিকার ও ক্ষমতা ব্যবহার করেছে। এসময় সমালোচকদের প্রতি হুশিয়ার উচ্চারণ করে তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের সার্বভৌমত্বের অধিকার বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের সমালোচনা করা সেই দেশের স্বাধীনতার উপর আক্রমণের নামান্তর।

Most Popular

Recent Comments